নরসিংদীর বেলাব উপজেলায় এক এনজিও কার্যালয়ে এক নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক আসামিকে গ্রেপ্তারে তদন্ত চলছে।
রোববার বেলাব থানায় ওই নারী শ্রমিকের করা মামলার বরাতে পুলিশ জানায়, শুক্রবার ঘটনাটি ঘটে। নারীটি তৈরি পোশাক শিল্পের একজন শ্রমিক এবং দুই সন্তানের মা। তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে। তিনি নরসিংদীর শিবপুর উপজেলায় ভাড়া বাসায় থাকেন।
মামলার বিবরণ অনুযায়ী, ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়ার সঙ্গে মোবাইল ফোনে ওই নারীর পরিচয় হয়। শুক্রবার শাহজাহান তাকে এনজিও কার্যালয়ে নিয়ে যায়। সেখানে শাহজাহান এবং এনজিও কার্যালয়ের সহকারী দেলোয়ার হোসেন রাজু তাকে দলবেঁধে ধর্ষণ করে।
এ ঘটনায় দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বেলাব গ্রামের বাসিন্দা এবং ওই এনজিও কার্যালয়ের সহকারী। অপর আসামি শাহজাহান মিয়া বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাহজাহান মিয়ার ছেলে রিফাত ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “ওই নারী আমাদের পূর্বপরিচিত। তিনি আগে আমার বাবার কাছ থেকে টাকা ধার নিয়েও ফেরত দেননি। শুক্রবার তিনি আমাদের দোকানে এসে দেড় লাখ টাকার ফার্নিচার বাকিতে নিতে চান। তাকে বাকিতে মাল না দেওয়ায় তিনি মিথ্যা মামলা করেছেন বলে আমরা মনে করি।”
বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “মামলার পর দেলোয়ার হোসেন রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে তদন্ত চলছে। ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনায় স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচার ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে।
আরও পড়ুন: সন্তানের আশায় কবিরাজের কাছে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ