লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাত বছরের এক শিশুকে টাকার লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জহুরুল ইসলাম সাগর (২০) নামের অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার গড্ডিমারী ইউনিয়নের পিত্তিফাটা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত জহুরুল ইসলাম সাগর বরিশালের আগৈলঝড়া উপজেলার আশকর গ্রামের হেলাল মোল্লার ছেলে। তিনি স্থানীয়ভাবে বিদ্যুতের টাওয়ার নির্মাণের কাজ করতেন। জানা গেছে, সন্ধ্যায় জহুরুল শিশুটিকে টাকার লোভ দেখিয়ে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যায়। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং জহুরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনার পর শিশুটির পরিবার তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ নবী জানান, অভিযুক্ত জহুরুল ইসলাম সাগরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি নিশ্চিত করেন।
এ ধরনের ঘটনা সমাজে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: উত্তরার দক্ষিণখানে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, উত্তেজিত জনতা বিক্ষোভে ফেটে পড়েছে