বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি ঘটল মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ের মধ্য দিয়ে। মুশফিকুর রহিমের অবসরের রেশ কাটতে না কাটতেই, এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহ।
তিনি লেখেন, “সকল প্রশংসা মহান আল্লাহর। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের পর, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সতীর্থ, কোচ, পরিবার এবং অগণিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সবসময় আমার পাশে ছিলেন।”
তিনি আরও বলেন, “বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমার মা-বাবাকে, শ্বশুরকে এবং ছোট ভাই এমদাদউল্লাহকে, যিনি শৈশব থেকেই কোচ ও পরামর্শক হিসেবে আমাকে গড়ে তুলেছেন।”
বিদায়ের সুরে মাহমুদউল্লাহ আরও যোগ করেন, “সবশেষ সবসময় মনের মতো হয় না, তবে জীবনকে মেনে নিয়েই এগিয়ে যেতে হয়। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের জন্য শুভকামনা।”
ইতিমধ্যেই টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন তিনি। এবার ওয়ানডে থেকেও বিদায় নিলেন। ফলে, মাহমুদউল্লাহকে আর জাতীয় দলের জার্সিতে বাইশ গজে দেখা যাবে না। তবে তার অসামান্য অবদান, ঐতিহাসিক ইনিংসগুলো এবং নেতৃত্বগুণ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মনে চিরদিন অমলিন হয়ে থাকবে।