জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, বর্তমান তরুণ প্রজন্ম সজাগ ও উজ্জীবিত। তারা প্রমাণ করেছে যে, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুললে পরিবর্তন সম্ভব। ঐক্যের শক্তিতেই নতুন এক ভোরের বাংলাদেশ আমরা পেয়েছি, যেখানে ন্যায়বিচার ও সত্যের জয় হবে।
শনিবার (তারিখ উল্লেখ) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহারাজপুর ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নূর ফাউন্ডেশনের আয়োজিত তাফসির মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের বিভক্তি আমাদের দুর্বল করে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো ষড়যন্ত্র আমাদের দমিয়ে রাখতে পারবে না। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে উন্নতমানের গবেষণা হোক, তরুণদের হাতে কলম থাকুক, অস্ত্র নয়। নতুন প্রজন্ম যেন সত্য ও জ্ঞানের আলোয় আলোকিত হয়।”
আজহারী আরও বলেন, আমরা এমন এক দেশ চাই, যেখানে রাজনৈতিক বিভাজন থাকলেও পারস্পরিক সম্মান বজায় থাকবে। এমন নেতা দরকার, যিনি অসুস্থ হলে জাতি মোনাজাতে তার সুস্থতার জন্য প্রার্থনা করবে। নতুন ভোরের বাংলাদেশে আমরা চাই সাম্য, ন্যায়বিচার ও শান্তিপূর্ণ সহাবস্থান।
মাহফিলে সভাপতিত্ব করেন জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুজার গিফারী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল। প্রথম অধিবেশনে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ও বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি জেনারেল মাওলানা মো. নুরুল আমিন।
শেষ কথা
ড. মিজানুর রহমান আজহারী তার বক্তব্যে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা যায়। তিনি আসন্ন রমজানে মুমিনদের করণীয় ও বর্জনীয় বিষয়েও দিকনির্দেশনা দেন।
আরও পড়ুন: বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনার পর বড়াইগ্রাম থানার ওসি প্রত্যাহার